এই সমাজের চিত্রকলাপ ভিন্নরঙ্গে আঁকা,
দূর্বলকে মারে লাথি সবল চলে বাঁকা।
এই সমাজের নমঃ নমঃ করছে যারা আজি,
থাকুক তারা চামচামিতে ভন্ড নামক কাজী।
লোক দেখানো সমাজ নিয়ে থাকুক জনাব বসে,
হাসুক হাসি ভাবুক মড়ল, যাক না মরে ভেসে।
আজ থেকে মন শপথ নিলাম, সমাজ গড়ব আমি,
ঘুরবে সমাজ আমার পিছে মানুষ হবে দামী।
অন্ধ চোখে দ্বন্ধ সমাজ ভরুক গীবত পেটে
চাটুক যত মলের গলদ হলদে মরিছ বেটে।
মানুষ গড়ে শুদ্ধ সমাজ, সমাজ গড়ে সুখ
সেই সমাজের নামাজ পড়ি মেটাই মনের দুঃখ।
২১/০৩/১৩ ইং
দুধবহর,সুনামগঞ্জ।
কাব্য গ্রন্থ :আগুন পাখি