আমাদের মঙ্গলবার গুলো অমঙ্গলেই রয়ে যায় দাদা বাবু
কারণ একটুতে ভুলে যাই
আপনাদের গাল মন্দের ঐতিহাসিক ঢাল তলোয়ার।
কি করে যে আপনারাও বদলে যান
বুঝি বুঝি
বদলের হাওয়ায় বাদলের ঘ্রাণ থাকে
অগ্রাণের গান থাকে
ঢোলা ভরা মান থাকে।
শত জনমে এক জনমের বিষাদী অধ্যায়
কতইনা বেদনাবহ
অবচেতন গ্রাস
সর্বনাশের চিঠিতে লাগা থাকে রক্তের দাগ।
সময়ের পাল্কীতে কিছু কিছু দাগ
বিদ্রোহী হয়
সন্যাসী হয় বৈষ্ণবী হয়
আপনাদের জানা না থাকলেও
ক্ষুদিরাম প্রীতিলতাদের বেশ ভালো করে মুখস্থ থাকে।
মগজের   রন্ধ্রে রন্ধ্রে বাস করে
প্রতিটা প্রহরের নিশ্চুপ পরমানু বোমা
বাস করে,না বলা দাবীর বিভৎস সংলাপ।
একদিন নবজাত শিশুটি হাত তুলে বলে
চুপ কর হারামজাদা
এখন প্রভাত হতে দেরি
নেই
রক্তের গন্ধ
দিয়েছে আভাস।