নষ্টের আবার কষ্ট কিসের?
বিষ খেয়ে যে করে হজম।
তাইতো আমি নষ্ট হলাম
কর আমায় শত জখম।
কষ্ট হীনা এই ভূমিতে
আমি এখন বেজায় খুশি,
নষ্ট নামক ইতিহাসে
আমার গলে আমিই ফাঁসি।
যা চেয়েছো তাই দিয়েছি
খেলবে কি আর কানামাছি?
এখন আমি যখন তখন
শুনতে ব্যাস্ত স্কুরুন রোদন
আমার গায়ের চাদরখানি
মন্দ দোষে ভরা গ্লানি
সকাল সন্ধ্যা দিবা-নিশি
উচ্চ স্বরে আমি হাসি।
আমার আবার কষ্ট কিসের
সারা অঙ্গ লজ্জা মিশে।
আমি এখন দেশের নায়ক
সমাজ দশের মুল প্রতারক।
দোষতে জানি নিজের গ্লানি
মুছতে জানি নিরব পানি।
১৯/০৯/২০১৪ ইং
দুধবহর,ধরমপাশা, সুনামগঞ্জ।