নারী হলো জীবন বাড়ি,
নারী কর্ম কাম !
নারীর মাঝে স্বর্গ সুধা'
নারীই জাহান্নাম।
নারীর মাঝে স্বপ্ন সোহাগ,
বাস্তবতার চাঁদ ।
নারীই জোটায় আঁধার-আলো'
ফোটায় ভোর প্রভাত।।
নারীর নামে দুনিয়াটা -
নারীই গলার ফাঁস,
নারীর তরে সৃষ্টি ধরা"
নারীই জুটায় বাঁশ।
নারী ভাল নারী কালো ,
নারী ইতিহাস।
নারী রুগ্ন নারী পঁচা
বিষাক্ত তার শ্বাস।
নারীই শয়তান, নারী যে প্রাণ'
নারীই জননী !
নারীই বোন, নারী কন্যা -
নারী স্বজনী।
নারীর তরে হয়রে সৃষ্টি
সত্য নারীর ছোঁয়া,
সব কিছুতেই ধ্বংস তাতে
অসৎ নারীর কোয়া।
নারী হাসি, নারী খুশি'
নারীর নামই বিনাশ,
ধ্বংস সৃষ্টি অসৎ কৃষ্টি
জুড়ায় তৃপ্তি বিলাস।