:::
মনের মতো মন পেয়েছি
জেগে থাকে রোজ,
মন পাখিটা পাশে থেকেও
নেয়না কেন খোঁজ?
মন পাখিটার চোখের জলে
আমি ও ভাসি প্রেমো দোলে।
মনের মতো মন পেয়েছি
গোলাপি তার ডানা ,
আদর মাখা ডাগর আঁখি
কত যে চেনা ।
আয়রে মনা আকাশ পানে
উড়ে উড়ে চলি,
আকাশ পাতাল উদাস মনে
উজাড় করে তুলি।
মনের মতো মনকে পাওয়া
কঠিন বড়ো ধায়,
বাকল মনে নকল প্রহর
ছুটে অন্তরায়।
মনের মতো মন পাখিটা
থাকে যদি পাশে ,
শিষ দিয়ে যায় সুখের দোয়েল
একলা বিকেল দেশে।
মন পাখিটা মনের সুরে
গায় যখনি গান,
ফুলের বাহার নদী পাহাড়
মাতম নৃত্য বান।
মনের মতো মন পেয়েছি
মন বাগানের কাছে ,
তাইতো প্রেমের ফুল ফুটেছে
মন বাসনার গাছে।
মন মন মন
মনেই আপন জন।
মনের অসুখ মরন টানে
মনের সুখে বাঁচা,
আয় উড়ে আয় মনো পাখি
ভেঙ্গে লোহার খাঁচা।
প্রেম পরানে উড়ে পাখি
কোথায় পথের শেষ
মনের ঘরে ফিরে পাখি
পায় খুঁজে সে দেশ।
পাখির চোখে ঘুমের পাহাড় মনে সুখ বাতাস,
সুখের জলে গোকল ভাসে
হাসে সবুজ ঘাস।।
15.12.15