আজ আর আমার কিছুই মনে থাকে না
না থাকেনা
ঘরের কথা পরের কথা
সংসার সমাজের কথা
বাজার করার কথা
ঠিক সময় ঘুমাবার কথা ঘুম থেকে ওঠার কথা ।
মনে থাকেনা প্রেমিকার বিষাদের কথা
হাসির কথা
সব ওলট পালট হয়ে যায়
যখন দেখি রাস্তায় পড়ে আছে লাশের গদ্য
অবিচারে ঝুলছে মানবতা
আর চেয়ারে চেয়ারে পা দোলাচ্ছে মাসতুতো ভাই মাসি পিষি
আজ আর আমার কিছুই মনে থাকে না
জারি সারি ভাটিয়ালি গানের কথা
মনে থাকেনা স্মৃতির কৌটায়
বিগত অতীতের কথা ।
মনোফুলে কবেই আগুন লেগেছে ফাগুনের উপহাসে
দহন নিপীড়নে একি মাতৃত্বের ঝংকার
অথচ রাক্ষুসী রুপ আর অন্ধকারে তীব্র হাহাকার
বলে খেদাও!!!!
খেদাও !!!!!!