,,,
আপাতত নিরব থাহি চলো
একটু বৃষ্টির গান গাই
প্রয়োজনে লেপ কম্বলের
কিচ্ছা হুনি
নইলে অগ্রাণে পোড়া বৃষ্টির
গপ্প বলি।
আপাতত সময় ভালোনা
দুঃসময়ে বেশি বলতে নেই।
চলো হাত ধরে হাঁটি
কবিতার চুল ছাটি
মাঝে মাঝে মদহীন মাতাল হই
আগেকার পুঁথি কই।
আপাতত বৃষ্টিতে ভিজি
সমস্বরে বলি আহনি বেশ লিখছইনগো
মোনালিসার মতো হাসছইনগো।
হাত তালি দেই
আটত্রিশ কোটি হাত তালিতে
সোফিয়ার জয় গান গাই,
আমিও তেলবাজের মতো
দালাল রাজাকার চামচাই।
হুতোমপেঁচার মত নিরব থাহি
দেহি নক্ষত্রের যৌবন
সাহিত্য আড্ডায় তুলি পারফিউমের গন্ধ
আর ক্যাপসান সেল্ফিতে ভরপুর করি
পরতার বুক।
আপাতত চোখ কে বলি
চুপ থাকো চুপ থাকো
খরগোশ কচ্ছোপ
আধুনিকতা বুঝোনা
গেঁয়ো কোথাকার
শহরের বারান্দায় আহারে আরাম
যেন জান্নাতী আম জাম।
রাজ পথ রাজপথ
বাজহীন সাজপথ
চলো গান গাই শিয়ালের সুরে
পত্রিকায় কলামে ভরি
কবিতায় কূলখানি করি ডলারে পাউন্ডে
রিয়ালের সরাবান তহুরায়।
চলো আধুনিক হই
বিনিময় করি বিছানা
সমস্যা কি
স্রষ্টা হবার আরেক ঠিকানা
দোষ কি বলো চলো চলো
বার বার জবাই করি
রবী ঠাকুর নজরুল সুকান্ত
হেরা আবার কেডারে
আমরাই হো আমরাই
বেডি আর বেডারে।।
চলো বাদাম খাই
বাদামেও বাদ ছাই।।।
নয়তো বাতাস খাই
বাতাসে বিষের বয়ান
চলো জল খাই
জলেতেও নরকের কীট।।।