,,
আপনি এখন করবেন কী
ঘর সামলাবেন,না পর
ঘরের ভেতর সাপ
পরের কাছে দড়ি
আপনিই বলেন সরি।

আপনি বেশ পারেন বটে
ইচ্ছেটাকে নাচাতে
ইচ্ছে করে কেউ কি আর নাচতে চায়
আপনি তখন নিজেই নাচেন
নাচতে কেমন দেখতে।

,,,
আপনি এখন কেমন আছেন
কমলালেবুর মতো
তাই থাকেন আরে থাকতে থাকেন
হোকনা একটু ক্ষত।

,,,,
আপনারা সব পারেন বটে
রাতকে করতে দিন
আমি বলছি আপনি পারেন
বইতে কোটি ঋণ।
বইলে কি
সইবে তো প্রিয় মন,
আপনি আছেন
থাকতে থাকেন
আপনি বড় প্রিয়জন।

,,,
আপনি সাধু আপনি ঠাকুর
আপনার কত গুনগান
বটগাছ আর বনের বাঁশ
আপনি একখান শয়তান।

,,,
আপনি নাকি বৌছি খেলেন
কানামাছিও খেলতে জানেন
ভালো ভালো
খেলতে থাকেন
মহামান্য জানোয়ার,
আপনি বরং বগল বাজান

তাতেই গোছবে অন্ধকার।

,,
প্রথম দেখার সময় আপনাকে
আপনি বলেছি
এখন না তুই ও বলি মাঝে মাঝে
বিতৃষ্ণার প্রেমাঞ্জলিতে।
আপনি যখন তুই হয়ে যান
কষ্ট লাগে বড় কষ্ট লাগে।

,,,
আপনি চলে যাবেন
কি নিয়ে
কাল থেকে কেউ আর দেবেনা ফুল
পশু থেকে শ্রদ্ধিঞ্জলি ও ঘৃণাঞ্জলি
মিশে ঘোলাটে হবে রাজপথ
অতপর আপনি একা ঘুমাবেন
চারদিকে দেয়াল
সময়ে সময়ে পত্রিকায় বিজ্ঞপ্তি
বা ক্ষুদ্র সংবাদ হলেও হতে পারেন
যেহেতু আপনার অবদানে
কিছু পাই আর রা পাই
আপনিকে তুই বলেছি
হে শ্রদ্ধেয় খরগোশ।।