হাওরবাসী জাগো
একটু হলেও রাগো।
কেমন করে ঘুমাও
চারপাশে বন ঝাউ।
হাওরবাসী জাগো
একটু হলেও রাগো।
দেয়ালে আর ঠেকবে
কত বলো,
জলের তলে মিছে টলোমলো।
রাগব বোয়াল হা করেছে
শক্ত পায়ে চলো,
সবকটি হাত একমুঠোতে
মাটির কথা বলো।
হাওর বাসী জাগো
যায় যে অধিকার,
মেনিমুখি রাখো
ঐ যে অন্ধকার।
ডাকাত খুনি রাহাজানি
দিচ্ছে হাততালি,
ঘুমের ঘোরে আর থেকোনা
হবে যে সব খালি।।