....................................
একদিন আমিও তোমার চোখে নষ্ট হবো
যেদিন হাতে হাত রেখে
চাঁদের বুকে কলংক রটাবো
আর তুমি রটাবে আমার বুকে বিষাক্ত বয়ান।
একদিন আমিও তোমার চোখে মিথ্যাবাদী হবো ফালতু হবো
টাউট বাটপার আরো কত কী
যখন তোমার বুকে থাকবে আমার বুক
তোমার চোখে থাকবে আমার সুখ।
একদিন আমিও নষ্টকূলের শিরোমনি হবো
হাজার এন্টিবায়োটিক ও রোধ করতে পারবেনা
এ শব্দ
যখন আমি ও তুমি আঁকব একই পথে
শাপলা শালুকের স্বপন।
এক দিন আমিও নষ্ট হবো যখন সন্ধ্যা নামে
আমার ধরনীতে
তোমার রজনীতে ফুটবে আমাকে নষ্ট বলার স্পষ্ট কথা।
এক দিন আমিও তোমার চোখে নষ্ট হই কষ্ট যাতনা সব হই
অতপর প্রচন্ড বরফে আমাকে ফেলে যাও
আমি অপোয় কাঁপি তুমি আসবে
কখনো শীতল হয়ে বেঁচে থাকি
আর কখনো লাশ হয়ে বিদায় বলে চলে যাই।
বিলাস যাত্রায় একদিন তুমিও ভুলে যাও আমাকে নষ্ট বলার গদ্য
আচানক পদ্যতে খুঁজতে খুঁজতে বলো
ঐ নষ্টটায় ভালো ছিলো ।
এক দিন আমিও নষ্ট হবো তোমার চোখে এটাই চিরন্তনী।।