রাত কে দেখেছো কেমন করে মুখ লুকায়
সকাল কে দেখেছো কি সুন্দরে হাসে
বিকেল কে অনুভব করো বিদায়ের গানে
সন্ধ্যা কত রুপে ভাবায়।
দিনের আলো পরাজিত হয় রোজ রোজ
রবি বুকে চলে নিয়মের জয় পরাজয়।
তরতাজা প্রাণীগুলোকে দ্যাখো
কেউ হাসে আর কেউ কাঁদে
আর কেউ চুপ চাপ লাশ।
বরফে শীতল দেহ
পাখি ছুটেছে অহরহ
কোথা যায় মহানের পথে
যেখানে গন্তব্য যার,
সুতরাং আকাশ ছোঁয়া যায়না
দেখা যায় স্বপ্নে
নীড় বোনা যায়
আর সবকিছু তাঁর অধীনে চলে
যিনি মহান মহামহীয়ান
গাফুরুর রাহীম
আল্লাহু আকবার!!!!