যখন সূর্যটা তোমায় আলোকিত করেছে
তোমায় আবিষ্কার করেছি অন্যরুপে-
এ যেন অন্যকেউ, মনের মাধুরী মিশল তাতে
তখন ভ্রূযুগল কথা বলছিল
কথা বলছিল গোলাপী ঠোঁট দুটো
চোখের পাতা দুটো হলুদাভ হয়ে গিয়েছিল।
ভ্রূযুগল ইশারায় ডাকছিল
ঠোঁট দুটো পূর্বের কথা ভাবছিল
চোখের পাতায় বসে সূর্য বিন্দু ঝলঝল করছিল
এ যেন কয়েকটি মুক্তোদানা।
তবুও তোমাকে বলতে পারিনি
অন্যসব পুরুষদের মত হতে পারিনি
এক অপরুপ দৃশ্যের অবতারণা
যাতে ছিলাম আমি বিভোর
মনে মনে বলছিলাম -
অপূর্ব তুমি! সত্যিই অসাধারণ