তোমাকে পেয়েও হারিয়ে-ফেলছি বারে বার,
কৃষ্ণের মত রাঁধার জন্য আসব কি আবার?
দুই কুলেতে দুজনের বাস দুজনার কর্ম ফলে,
বুঝতে আমায় চিনতে আমায় জাতিস্বর হলে।
কত সাধনায়,কত যোনী করেছি দুজন পার,
অদৃষ্টে ছিলে তোমার দেখা হয়েছে অাবার।
কর্মফল আমাদের পোড়াচ্ছে যেন যোজনে রেখে,
আমি সহজ হলেও তোমার পথ ততটা বেঁকে।
জানি তুমি চিনবেনা,আমার কথাও ভাববেনা
কে হই আমি তোমার যে আমায় চিনবে?
সে জনমে ছিল দুজনে মাখামাখি দু'জোড়া
-চোখ রাখা রাখি,সময়তো বাঁধ সাধবে।
জাতিস্বর আমি সেই কন্ঠস্বর -আজও ভাসে দুই কানে,
তুমি যে আমার কত আপন,সে বিধাতাই জানে।
তোমাকে চিনেছি তোমাকে বুঝেছি খুঁজেছি প্রভূ তোমাতে,
জানি কখনও বুঝবেনা এ আমাকে চিনবেনা মিশবেনা আমাতে।