বায়োস্কোপের খেলা আজ নেই
তবুও অপেক্ষায় থাকি
আবার দেখব বলে,
তোমার খেলা দেখছি
বারে বার
তুমি আসবে বলে।
কিন্তু কই তুমিতো আসলেনা
এতো কথা, ছন্দ লয়
সবি যে ব্যার্থ হয়
পুঁই শাকের এলার্জির মতো
জানি এলার্জি
তবুও গলধ:করণ
সবি তোমারই কারনে।
তুমি আসবে বলে।
অভিনেতা, অভিনেত্রী
অসংখ্য দৃশ্যপট আসছে আর যাচ্ছে
কিন্তু কই তুমি তো আসোনা
ভিলেন আসলো দস্তা দস্তি আর মারামারি
প্যাঁচ লাগিয়ে এলো
আবার চলেও গেলো
কিন্তু তুমিতো আসলে না।
টিনের ছিপি দিয়ে তাকিয়ে
জীবন সায়াহ্নে
বায়োস্কোপের খেলা
দেখতে দেখতে আজ ক্লান্ত
তবুও তুমি এলেনা।
বলে গেলে না
এই খেলার শেষ কবে?