শক্ত ভীষণ তোমার চাওয়া
হৃদয় দিয়ে যায় না পাওয়া,
সময় পাবে অর্থ দিয়ে
হৃদয় দিয়ে কেবল শূন্যতা।
কতটা নীরবতা হলে
হৃদয়ের মৃত্যুর ঘোষণা দিবে!
ধর্মের দ্বন্দ্বে নিয়মের যাতা কলে
ঈশ্বর গেছে মরে সেই কবে।
জন্ম মৃত্যুর আবর্তনে হবে না !
যেটুকু জীবন হাতে আছে
তাই নাও কেন কেড়ে
বাস্তবতার নামে স্বার্থ হাসিলের ছলে।