দুরুত্বে গুরুত্ব হারিয়ে যায়
হিমবাহ যদি যায় গলে
ফিরে পাওয়া যায় না তারে ।

নক্ষত্রের পতনে
হয় নিয়মে পরিবর্তন
সময়ের গতি যায় পাল্টে
হিসাবের খাতায় সব এলোমেলো
নতুনের  খোঁজে পরমাণু
ছোটে দুরের গন্তব্যে।