বেশ্যার দালাল
তারও কিন্তু নীতি আছে
নীতি নাই কেবল
আইনের ধারায়
রাজনীতির মস্তিষ্কে।

মসজিদ কিংবা মন্দিরের রাস্তার
তার ঠিক বিপরীতে বেশ্যার দালাল
অন্ধকারের  হন্য  হয়ে খদ্দর খুঁজে
দিন রাত বিরামহীন।

মাইকের ওয়াজে আলোকিত হয়নি জগত
রাত ভরে শুনে ওয়াজের আওয়াজ
সকালে যায় নামাজ ছুটে,
মন্দিরের ঘন্টা পারেনি দিতে
ক্যান্সারের রোগীকে জীবনের স্বাদ।
গৌতম তার বাণীতে গেছে আটকে
জ্যান্ত প্রাণী খেতে সবার ভালো লাগে।

ধর্ম বলে  কেবল অহিংসার কথার
ধর্মের ঠিকাদারের কর্মকাণ্ড  
ইতিহাসিক জুড়েই
কেবল রক্তপাত আর ধর্ম যুদ্ধ
রাজনীতিতে ঠাসা জীবন যুদ্ধ।

নীতির তাদের একে অপরের বিপরীত
সত্য ধর্মের নামে মিথ্যার আহ্বান,
ধর্ম যদিও বা মহান
ধর্মের ঠিকাদার
রাজনীতির ধারক ও বাহক।