বহু কাল পরে
মধ্য রাত্রে
তুমি এলে
না ফিরার গন্তব্যের
সরল রেখায়।

হারিয়ে খুজে পেলে
অবশেষে গন্তব্যের
সকল পথ বন্ধ করে।

হেরে গিয়ে জিতিয়ে দিয়ে
জয়ের স্বাদ আজ নিলে।