নারী তুমি জননী,জনেত্রী,অভিনেত্রী
বুকে হাত দিয়ে বল দেখি
একটু ও কী নেই ভুল,
দোষ সব ঐ পুরুষ অত্যাচারী স্বেচ্ছাচারী।
মুখে সে একাই তুলে ভাত নিজ মুখে
দেই কেবল চোখ বেঁধে তোমার
বাসে নাতো ভাল ;কাঁদে নাতো সে
তোমার জন্য কখনো নিরবে গোপনে।
পুরুষ সবাই জগণ্য কুরুচিপূর্ণ
মা কে করে না সম্মান
সহধর্মী সে বাসে না ভালো
দেহে ভাজে কেবল সুখে খুঁজে
রক্ষা তোমায় কখনো করে নাতো।
বাহিরটাই দেখলে ভিতর টা না দেখে
হিসেবে খাতায় অংক কষে দিলে,
ভুল নারী পুরুষ উভয়ের মাঝে আছে,
সেই অনাদি কাল থেকে।
তবু দোষ সব দিতেই পার
পুরুষ মানে সে নিরবে কাঁদে
চোখের জলে তোমায় খোঁজ
কখন জননী কখন সহধর্মী
কখন কন্যা কিংবা বোন বন্ধুর মাঝে।
তোমার জন্য লড়াই কারার নাম
সমাজ এঁকে দিয়েছে পুরুষত্ব।
তার নিজস্ব স্বপ্নগুলো খুব বেশি
এলোমেলো সে কথা কী জানো?