তোমাকে তোমার মতো করে
আর কেউ কি ভালবাসতে পারে,
তবে কেন দুঃখ খুজে বেড়াও
হন্যে হয়ে অন্যের চলে যাওয়াতে ।
ভালবাস তুমি নিজের ভাল থাকার জন্য
তবে কেন সপ্ন পোড়ার জ্বালায় হও ক্লান্ত।
তোমার কষ্ট হবে জানি সে কথা
তবে তা হবে নিজে ভাল থাকার প্রচেষ্টায় ।
জেনে রাখ একটি কথা প্রকৃত প্রেমের গান
ঝরে কিন্তু তোমার ওষ্ঠাগত হাসির মায়ায়,
যে বাসিবে তোমায় ভাল আপন করে
চাহিবে সে তুমি ভাল থাক আপন ভুবনে।
তাই বলি কাছের মানুষ সদা থাকে ভাল
যদি তুমি নিজেরে রাখ সদা ভাল
যে যাওয়ার সে যাবে ,আপন থকিবে কাছে
তারি লাগি নিজেরে ভাল রাখ যোগ্য করে।