ইচ্ছে করলেই তুমি
থেকে যেতে পারতে
বিড়ালের মত ।
আমি মৌ মাছি হতাম
শুধু তোমার জন্য।
আর তোমার সন্ধ্যায়
আমি খুঁজে নিতাম
ভোরের আলোর রেখা ।
তোমার ঘন আঁধারে
দূর নক্ষত্রের মত
হতাম জোনাকি পোকা।
তুমি এলে ধূমকেতু হয়ে
পারমাণবিক বোমার মত
আঘাত পর আঘাত করে
আমায় তুমি বানালে হায়েনা।