তুমি চেয়ে ছিলে আমি
তোমাকে ভালোবাসি
বুনো সিংহের মত
রাজত্ব সহ তুমি হবে
আমার রাণী ।

আমি তোমাকে ভালোবাসতে
চেয়েছিলাম বুনো নেকড়ে মত
কেবল একা শুধু তুমি থাকবে
আমার হৃদয়ের একমাত্র রাণী ।

তুমি চেয়েছিলে
কোকিলের জীবন
আমি কাক হয়ে
থেকে যেতে চেয়েছি
সারাজীবন।