দেখিবে যখন মরে পড়ে আছে
আসিব তখন দিবে না ভুলিতে
যারা আসিবে শযন ঘরে রাখিতে
ভাবতে কেমন অবাক লাগে।

আমি তখন চির তরে বহু দূরে
কতটুকু উত্তাপ ভালোবাস চাও
বুকের মাঝে ঝাপটে ধরে বলিবে
ভাবতে কেমন অবাক লাগে।

সামনে শোয়া গোরে এই আমি
তোমার কত কাছাকাছি মুখামুখি।
ভাবতে কেমন অবাক লাগে।

তুমি আসবে দূর থেকে
আজ কাছাকাছি মুখামুখি
বুকের মাঝে ঝাপটে ধরবে
ভাবতে কেমন অবাক লাগে ।