হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন,পারসিক,মুসলিম,খৃস্টান
আজ ভয়ে কম্পিত -কেননা নিঃস্ব ,
দৃষ্টির সম্মুখে হাজার জনতা যেখানে
ধর্ম মুক্তির নানা ভাবনার ধারে ধারে
যেখানে যৌবনের পুঞ্জিত সবুজ ঘুমিয়েছে
সেখানেই আমি প্রতিদিন ঘুরি উচ্চ হেসে।

ধর্মের ভাষার গৃহস্থালির অলংকারের ঝংকার
যদিও বা ভাগ করে জনতার ঢল
ধর্ম মুক্তির নামে সভ্যতার ভাঙ্গন ;ধর্ম না,
দৃষ্টির সম্মুখে হাজার জনতা কিছু বলবে না।

হিন্দু,বৌদ্ধ,শিখ,জৈন,পারসিক,মুসলিম, খৃস্টান
আজ ভয়ে কম্পিত -কেননা নিঃস্ব ,
ছায়ার সাথে কুস্তি করে জনতা শিখলো ধর্ম।

সকলের মাঝে তার প্রকাশ - সকলের মাঝে তিনি
মানব প্রাণের বেচাকেনা কোন ধর্মের নয়তো নীতি।

তবু ধর্ম নামে পশু হয় ভাগাভাগি
মানুষ রক্ত যায় ভাগ হয়ে ধর্মের নামে
ঈশ্বর রক্ষার দ্বায়িত্বটা মানুষের কাধে
সভ‍্যতা দখলের দাবিতে চিৎকার করে
সকলে সকলে শ্রেষ্ঠত্ব বাড়াবাড়ি তে
মনুষ্যত্ব বিলুপ্ত ধর্ম গুরু হাতে।