ছেলেবেলার স্বপ্নগুলো ছিল
তুমি আর তোমার ছায়া
আজ নিঃসঙ্গ পথচলা
অসম্পূর্ণ আজ এই ‘আমি’।

শুনেছি জীবন অনেক দামী
তাই বেঁচে আছি তোমায় ছাড়া।

আঙ্গুলের ফাঁকে আঙ্গুল জড়িয়ে
মোর সুখ আর দুঃখের দাগে
মিশে গেছে অন্যের ছায়া।

গচ্ছিত লাজুক দু’হাত
বাস্তবতায় হার মেনে যুগলবন্দী,
মনে হয় এ যেন অন্ধকারে
একমুঠো জোনাকীর আলো।

তবু এখন মনে হয় যদি
নক্ষত্রে ঐ আলো আসত
আমি মাঝে ফিরে কেমন হত।