হেলেন কে পায় নি কবি
আমরা পেয়েছি ,
হৃদয়ের অব্যক্ত কথা
জমা থাকুক শিশিরের গায়ে,
প্রেমের শীতকালে
হেলেন আসবে গাছের পাতায়
খেজুরের রসে
আমাদের হয়ে ।
কবি হাফিজের চোখে
হেলেনের কথা হবে  
গ্রীষ্মের সন্ধ্যায়
আমাদের মাঝে ।