ঘুমের চোখের মাথা ব্যাথা
হৃদয় কক্ষে যায় না হাটা
সবকিছু ঠিকঠাক তবু একা।
হৃদয় কম্পনে সমুদ্রের গর্জন
প্রকাশের ও আছে অপ্রকাশিত ভাষা
জীবনের নানা ছন্দের বাঁকে
আশার কোলে বসে
হাতছানি দেয় হতাশা।
এই বুঝি সব কিছু ঠিকঠাক
হিসাবের খাতায় অংকের প্রশ্ন ই ভুল
ভুল প্রশ্নের সঠিক উত্তর
কে লিখে যায় - ঈশ্বর জানে।
ঈশ্বর মাঝে সকল আশায় বাঁচে
হতাশার বুকে বাঁচে শয়তান
ইহকাল না পরকাল
শান্তির খোঁজে অশান্তির পথে
মানব জীবন চলছে চিরকাল।
ভুল দিয়ে জীবনে শুরু
নাকি কোন পরিকল্পিত ঘটনা
এ প্রশ্নেরই সমাধান
এই জগতে কখনো হবে না।
ঈশ্বরের প্রশ্ন খুঁজে
নিজেকে করো না মহান
তুমি অতি ক্ষুদ্র, হে মানব
মেনে নাও এটাই মহৎ প্রান।
তোমাতে আমি আমাতে তুমি
হাতে হাত ধরে চলি
তবেই খুঁজে পাবে তুমি
ইহকাল আর পরকাল।
শান্তির ঘুমে তুমি স্বপ্নে পাবে
বেঁচে থাকার আশার আলো
পরকাল যাবে অনেক ভালো।