নির্ঘুম রাত্রির যাত্রী
হেরে যখন গেলি
ফাঁসির মঞ্চ হয়েছে তৈরি
সব দোষে তুই দোষী।

জনতার মাঝে ই নির্জনতা
একাকিত্বের মাঝে  ই রাত্রি
হৃদয় কাছাকাছি সব যাত্রী
স্বার্থ টানে গা  ঘেঁষাঘেঁষি
গোধূলি লগ্নে তুমি একা।

মিছে সব মায়া
সব ই মরীচিকা।