আমি তুমি আপনি
ভালবাসার নামে স্বস্তি খুঁজি।

অন্যের মাঝে খুঁজি
নক্ষত্রের আলোয় আলোকিত
স্বপ্নের এক পৃথিবী।

নিজেকে ভুল ভুলের মাঝে
সবটুকু হারিয়ে
বিলীন হয়ে যায়
আমি তুমি আপনি।