আমার জন্য অপেক্ষা কে বেশি করে
ভাবতে গিয়ে আটকে যায় নিজের মাঝে
কে আছে ; আমাকে আমার চেয়ে
অনেক বেশি খুব ভাল করে চিনে ।
সময়ের সাথে সাথে বদলে যায় আমি
কি বেশি চাই জানা হয় নি,
তবে কি করে বলি
আমার জন্য কে অপেক্ষা করে।
মা বাবা পুএ না কন্য নাকি সহযাএী
কোথায় পাব ঠাই,জানা নাই
"ভালবাসা যদি পাই শুধরে নেব,
সর্বগ্রাসী প্রেম ছাড়া আর কিছু নাই"
এরকম সত্য-ভাষণ
মনে হয় প্রথাসিদ্ধ হয়ে গেছে।
আমার জন্য অপেক্ষা কে বেশি করে
ভেতর থেকে দরোজা খুলে দেবার জন্য
একদিন অপেক্ষাকারী এল
শুধালাম তারে কে তুমি
তোমার চোখ এতো লাল কেন ?
সখা, প্রাণের মাঝে আয়
তোরই অপেক্ষায় হয়েছিল
সাধের জন্ম আমার
আমি জমদূত ,
মনে হয় অজস্র মৃত্যু
দেখে আমার বুক কেপে উঠে
ঠিক তখনি জানতে পারি
আমার জন্য কে বেশি অপেক্ষা করে।