হৃদয় খুঁড়ে দেখ
মৃত লাশের ঘ্রাণে
তোমার সজীবতা
নষ্ট হয়ে যাবে ।

তবে দুর্ঘটনায় নয়
ইচ্ছে করে অভিনয়
এই দুরত্ব।।

একাকিত্বের বসবাস
জন সমুদ্রে মিছিলে,
মিছে একা থাকা হয়
চারদিকে ঘিরে থাকা ।

লোভ,ঘৃণা আর হতাশা
মিলেমিশে একাকার
তার নাম নাকি
ভালবাসা।