আমি একা সর্বদায় একা
ছিলাম,আছি,থাকব।
জোনাকী আলোর মত
প্রায় সকলের জীবনে
আমার পূর্ণমাত্রায় বিকাশ।
আমি আছি
তবু থেকে ও নেই।
আমি মৌ মাছির মত
খুব সামন্য আমার সঞ্চয়
পুরো জীবন এক চামচ
মধু তৈরিতে জীবন ব্যয়।
তাই আমি মূল্যহীন
আমি চুড়ই পাখির মত
সবত্র দেখা মিলে আমার
তাই নগণ্য সকলের কাছে
শস্যদানার বিকাশে কী মূল্য।
কেচো মত জীবন আমার
বৃক্ষের ফল সুমিষ্ট,
আমি কেবল একাই আছি
একা থাকতে হবে অজীবন।
আমি জোনাকীর আলো
কেচো মত চুড়াই পাখি মত।
আমার আর কতটুকু মূল্য।