কবিতা হলো আবেগ আর ছন্দের মিল বন্ধন। কবিতার ভাষায় আবেগের সাথে বিষয় বস্তুর থাকা খুব যুক্তিযুক্ত। আপনার একটি কবিতা হতে পারে হাজার কবিতার আশ্রয় স্থল।হাজার পাঠকে স্বপ্ন আর ভালবাসার মানচিত্র। তাই কবিতা কেবল ছন্দের বহি প্রকাশ নয়। সংস্কৃতি চর্চার একটি মাপকাঠি। তাই লিখার প্রয়োজনে না লিখে সময় আর জীবন সংস্কৃতির প্রয়োজনে লিখাটা খুব জরুরী।
গান সবাই গাইতে পারে তবে সুর সবার থাকে না।
তেমনি লিখতে সবাই পারে কিন্তু কবিতার ক্ষেত্র বিষয়টা ভিন্ন। প্রচুর জানা দরকার ও ধী বুদ্ধি সম্পন্ন হওয়া দরকার।
জানতে হবে আর অন্য ভাবনা ও বুঝতে হবে। তাহলে কবিতা কবিতার রুপ পাবে।
সাধন চলুক।