মাটি খাঁটি বেলা গেল
শান্তির নীড়ে সুখ ফিরে এল না ।
নীড়ে দুঃখ সপে, বুকে জমে রইল ।
শুধু শুধু ক্লান্তির ছোয়া,
শরীর দিয়ে বয়ে গেল।
মাটি খাঁটি বেলা গেল
নীড়ে দুঃখ শুধু দুঃখই হয়ে রইল ।
আমি আমরা জানি পরিশ্রম,
দুঃখ সুখের শান্তি;
এক বিন্দুর শান্তির খোঁজ,
কোথাও পাওয়া গেল না ।
শান্তি শান্তি যার ঘরে আছে,
তারই রয়েছে ।
গরিবের শান্তি,
গরিবের ক্লান্তি চিরদিন রয়েছে ।
মাটি খাঁটি বেলা গেল,
ক্লান্তিকর মানুষের খোঁজ
কেউ করল না ।