মানুষ মনুষ্যত্ব, শ্রদ্ধা-ভক্তি
মানুষের এগুলি বাহ্যিক প্রতিকৃতি ।
স্বার্থপর ,প্রতারণা- ভণিতা
এগুলি মানুষের মূর্খতা জানি আমি ।
মনুষ্যত্বর গুণে মানুষ
শ্রদ্ধা-ভক্তি করতে জানে।
স্বার্থ সিদ্ধির লক্ষ্য,
স্বার্থপর ,প্রতারণা- ভণিতা
জীবন বহন করে ।
মানুষ যখন স্বার্থ দেখে
জীবন পথে সাফল্য মণ্ডিত হয়।
তখন শ্রদ্ধা-ভক্তি,মনুষ্যত্ববোধ
মানুষ হৃদয় থেকে পরিত্যাগ জানায় ।