পুকুরের জলে
গা-ভিজতে আসে
অনেক নরনারী ।
      হৃদয়ের ক্লান্তি
ডুব দিতে  পুকুরের জলে
গা-দেই ভাসি,
         গা-আসে শান্তি।

কিশোর-কিশোরীরা
দুঃসাহসে করছে
হৈ- হুল্লোড় আর লাফা-লাফি।
পরমানন্দে সাঁতার দিচ্ছে
এ-পাড় থেকে ও-পাড়ি ।

পুকুরের জলে
আধো আধো ঢেউয়ে
সূর্যের ঝিকিমিকি
কচুরিপানা গুলি বসবাস
          করছে উপড়া- উপড়ি ।

পুকুরের জলে
হাঁস গুলির হাসাহাসি
সভয়ে- নির্ভয়ে করছে
জলের হৃদয়ে
     জল-কেলি ।

পুকুরের জলে
পাড়ের গাছ-গুলি
ছায়া ধরে মেলে
ঝিরি-ঝিরি হাওয়া
হেলে-দুলে খেলা করে
     একান্ত নির্মাণে
পাড়ের কাননে
বছরের পর বছর
     পরি- হরি ।

পুকুরের জলে
গা-ভিজতে আসে
       অনেক নরনারী ।
পুকুর-কে আপন-ভেবে
সকলে গঙ্গা স্নান করছে
         হৃদয়ের আবেশে
পাপ-কে পূণ্যে
ডুব দিচ্ছে বারে-বারি ।