দিনগুলি জানি আমি
    সর্বদা দুঃখ দেয়,
জানা-আজানা মনের আড়ালে
    স্মৃতিপটে সময়-অসময় ।

     সময়ের স্রোতে সুখ-দুঃখ
     মালা হয়ে গলায় ঝুলে
আলৌকিক ভাস্বর  জীবনে
অনন্ত প্রাণবন্ত লীলা খেলা চলে ।
     লোক থেকে লোকালয়,
     ব্ন থেকে ব্নানী পর্যন্ত
     বিস্তৃত হ্য়, সকল প্রাণময় ।

তারপরো
    নির্গুন ঝ্ঞ্ঝাট জীবনে
নিজেকে বিলীন করি,
শান্তি খুজি সময়-অসময় ।
    সতত  শুদ্ধ জীবন
সংগ্রামে প্রার্থনা করি,
সুখ-দুঃখ  মহিমা কীর্তন গাই ।

জীবন সম্মুখে অগ্নীপরীক্ষা
        বার বার দিতে হ্য়
        সফলতার নেশায়,
গভীর তৃপ্তির পূর্ণতা দেখি
      অভিলাষ করি সময়-অসময় ।