আয়রে তরো আয় পড়বি তোরা আয় ।
থাকিসনা আর অন্ধকারে,
দেখবি এবার জগৎ টাকে ৷
ঘুরছে মানুষ দেশ দেশান্তরে,
তোরা থাকবি কেনো চুপটি করে ৷
আয়রে তোরা আয় পড়বি তোরা আয় ৷
দেখনা তোরা চোখটি খুলে,
যচছে মানুষ হিমালয়ে,
দিচছে মানুষ সাগর পাড়ি,
উড়ছে মানুষ আকাশেতে ৷
তোরা থাকবি কেনো চুপটি করে ৷
ভোরের ওই পাখির ডাকে,
ওঠরে তোরা ভোরে ভোরে ৷
গড়বি কপাল নিজের হাতে,
করবি তোরা দেশের জয় ৷
আয়রে তোরা আয় পড়বি তোরা আয় !