ভালবাসার মোহে
আল আমিন চৌধুরী স্বপন
যা কিছু ঘটে তাই তো হয়, ঘটনা ঘটে যায়
ভালবাসার দেখা হয়, আস্তে আস্তে কথা কয়,
প্রতিদিন দেখা হয় আর ভালবাসা জমে যায়,
কাল হবে দেখা শাহাবাগের মোরে, বরশু হয় কথা
টিএসসি’র সামনে, হাত ধরে হাটা, রিক্সায় চেপে বসা,
উষ্ণ ভালবাসা, যত কাছে আসে তত পাওয়ার আশা
হয়-হয়, ভালবাসা এমনিতেই হয়।
ভালবাসি বলে তোমার অপেক্ষায় থাকি
তুমি কোথায় আর আমি কোথায় !
ভালবাসার টানে তবুও দেখা হয়। দিগন্ত ছুঁয়েছে আকাশ
আমি ছুঁয়ে দেই তোমারে, এ জীবনে যা কিছু আছে-
সব দিয়ে দিলাম তোমাকে, একবার হ বলো,
সারা জীবনের জন্য আমি তোমারই হবো।
ভালবাসার অগ্নিপরিক্ষা দিতে আমার দিধা নেই
কতটা রিস্ক নিয়ে যে, তোমাকে ভালবেসেছি,
সময়টা তার সাক্ষি। আমি নিশ্চিত, ঘটনা একদিন
ঘটে যাবে ভালবাসার মোহে।