'ভালবাসার এক মুহূর্ত'
আল আমিন চৌধুরী স্বপন
এক কাপ কফি আর এক চুমুক ভালবাসা, মুহূর্তটাকে সুন্দর করে তুলে,
চারটি চেয়ারে সাজানো একটি টেবিল এক কোনায় তুমি আমি বসা।
দু' জোরা চোখ, অপলক দৃষ্টি, নীড় খুঁজে
এক হয়ে যাওয়ার, স্বপ্নগুলি মায়া জ্বালে বাঁধা, ভালবাসার আদর দিয়ে চুমুক খাই উড়ে উড়ে যায় কফির ধোঁয়া।
সময়টা আমাদের, তাই দিন কাটে ভালবাসার আড্ডায়। এ এক দারুন নেশা, ভেবে ভেবে অনুভূতি ভিঁজে যায়, কাছে পেয়ে মন সব ভুলে যায়, আবেগের হাত দুটি চেপে ধরি ভালবাসার উষ্ণতায়।
কফির ফেঁনাগুলি ভাসে স্বপ্ন সমুদ্রে, ক্যাফিনের হিটে জেগে উঠে সৃষ্টির উন্মাদনা।
ভালবাসার আবেগ তাল মাতাল হয়ে দৌর-ঝাপ করে, কোটি কোটি শুক্র পাতাল খুঁজে জাগতিক আবির্ভাবে।
আল আমিন চৌধুরী স্বপন
২৯ নভেম্বর ২০২৩