ভালবাসার আবেদন
আল আমিন চৌধুরী স্বপন
সে জানে আমি তাকে ভালবাসি
সেও যে আমাকে ভালবাসে-
তাও আমি জানি। যে চোখে-
চোখ পরেছে সে চোখ আমার
মন কেরে নিয়েছে।
ভালবাসাটা এমনই যে,
একবার লাগলে ছোঁয়া মনে-
তারে ভুলা যায় না যে।
বড্ড একা একা লাগে যখন
ভালবাসা অফলাইন থাকে !
আমি ভালবাসার মর্মটা বুঝি
তাই কবিতার প্রতি পাতায় পাতায়
ভালবাসার ছন্দ খুঁজি।
আমি সুন্দরের চর্চা করি,
সুন্দরের ভরন-পোষণ করি
ভালবাসা যে কতটা বিনয়ী
ভালবাসার যে কতটা সুখ
জলজ পদ্মনীল কুমারীর ঝিলিক
টোল পরা গালের খিল খিল হাসি,
সে বুঝে আর আমি বুঝি-
ভালবাসার সেই বর্ণিল হাসি।
ভালবাসার হেম তরঙ্গে বহে অথৈ ঢেউ
তার থৈ থৈ দ্রুপদী প্রেমে উঠে ভালবাসার রিদম্
আমি শুনতে পাই মোহ মায়ার আকুল আবেদন,
এক অতৃপ্ত বাসনা স্বযতনে শুধু কাছে আসে
আর নিজেকে উৎসর্গ করে দেয়