ততক্ষণ আর সময় থাকে না

আল আমিন চৌধুরী স্বপন

কেমন করে বদলে যাচ্ছে সব, কারও
ভাবনার মধ্যেও ছিল না, এমনটি হবে।
সবাই হাসে, সবাই সবাইকে দেখে ,
কাছে থেকে দূরে যায়, দূর থেকে কাছে
আসে।

আজব দুনিয়া, সময়ের সাথে সাথে সব
বদলে যায়। বদলে যায় মানুষ,
শরীরে আঁচর কাটলে মাটির মত
দেখায়, মাটীর শরীর মাটীতে মিশে যায়,
তবুও মানুষ বেঁচে থেকে মাটির মত হতে
পারে না।

প্রতি পদে পদে উপলব্ধি করা মানুষেরা
নিয়ম মানে, বাধা নিষেধ মানে, বিবেক
হচ্ছে ধারালো তলোয়ার, যত ধার দিবে
ততই পাগাল বাড়বে। কোথায় সে লৌহ
মানব, শক্ত হাতে ধরো বিবেকের
তলোয়ার, কচুকাটা করে ফেলো
মিথ্যার বেসাত।

ভয়ে কেঁপে উঠুক পাপের শরীর, বদলে
দাও, বদলে যাও, তুমি আছো আবার
নাই, যে মুহূর্তে থেকে তুমি নাই, সেই
মুহূর্ত থেকেই তুমি লাস। মানুষ যে
কতটা একা তা মৃত্যুর পূর্বক্ষণেই বুঝে !
ততক্ষণ আর সময় থাকে না।
5 Comments