তোকে ছাড়া বাঁচি না যে
আল আমিন চৌধুরী স্বপন
দুঃখ একটাই ভুলে যেতে পারছি না তোকে
আমার দুর্বলতা ঐ একটাই, তোকে ছাড়া বাঁচি না যে,
তোর জন্য কি না করতে পারি ! আমার ছায়া, কায়া
মন-দিল সব তোকে দিয়ে দিয়েছি,
আর কিছু নাই বাকি। এখন তুই শুধু আমার হ।
তুই যদি আমার না হস, তাহলে আর কারও
হতে পারবি না, মনে রাখিস তোরে যদি না পাই
অবাদ্ধ হবো আমি, সব অশান্তির কারণ হবি তুই
মরলে তোরে নিয়া মরবো, বাঁচলেও তোরে নিয়া বাঁচবো।
তাহলে বুঝে নে, তুই যেখানেই যাস
আমার অস্তিত্ব তোর সাথে সাথেই যাবে
তুই একমাত্র আমার, আমারই থাকবি,
তোকে ছাড়া আমি নাই, আমি ছাড়া তুই নাই।
তোকে পাওয়ার জন্য প্রয়োজনে অগ্নি পরিক্ষা দিবো
সমস্ত বাধা-বিগ্ন অতিক্রমন করে, উত্তাল সাগর পারি
দিয়ে তোর বুকে নোংগ ফেলবো। জীবন বাঁজি রেখে
যে কোন ঝুকি নিতে দ্বিধা বোধ করবো না, তবুও তুই
আমার , আমারই থাকবি।
আমার চোখ দিয়ে যখন তোকে দেখি
তখন তোর আর আমার মধ্যে কোন পার্থক্য
খুঁজে পাই না। আয় আমার কাছে আয়,
স্পর্শ কর, ছুঁয়ে দে আমারে, তোর উষ্ণতাই-
আমাকে বেঁচে থাকার সাহস যোগাবে।