তারপরও ভালবাসা ভাল নেই
আল আমিন চৌধুরী স্বপন
সেই ভালবাসা আর এই ভালবাসা ! কতটা ফারাক তা অভাবনীয়। এই পৃথিবী যতদিন
থাকবে, লাইলী-মজনু, শিরিন-ফরহাদ ও রোমিও-জুলিয়েট’র ভালবাসার গল্প মানুষের
মুখে মুখে থাকবে। কিন্তু এখন তো ভ্যালেন্টাইন ভালবাসা দৌড়ে গিয়ে শরীর খুঁজে।
‘তোমাকে ছাড়া ভাল লাগে না, তোমাকে ছাড়া বাঁচি না, তোমার জন্য জান হাজির’,
ভালবাসা কি এমনই ভাল না লাগার মত লাগে !
কাছে আসলে সুখ সুখ লাগে, দূরে গেলে মন অস্থির থাকে । ‘তোমাকে যদি না পাই
এ জীবন বৃথ, তুমিই প্রথম তুমিই শেষ। তোমাকে ছাড়া এ জীবনে আর কিছুই চাই না’।
ঘন ঘন নিঃশ্বাসে ভালবাসার অণু-পরমানু ৩০ কোটি শুক্রাণু তেজষ্ক্রিয়ায় সৃষ্টির উন্মাদনায়
মেতে উঠে আর চিত্ত সুখে বিপত্তি ঘটায়।
ভালবাসা এক অদ্ভূত অনুভূতি, স্বপ্নের মায়া জ্বাল, রোমাঞ্চকর তিব্র আকাংখ্যার প্রতি
ফলন, ভালবাসা এখন সেলিব্রেটিয়ান, ম্যাচিং ড্রেস, ভালবাসা নির্ঘুম রাতের মেলোডি
গান, আবেগ জড়ানো কবিতা বোধ। ভালবাসা কি এখন ভালবাসা আছে ? ভালবাসা
এখন ডাউনলোড হয়ে ইউটিউবে ভাসে।ফিটনেস মোটিভেশন, বিকিনি মডেল,ফ্যাশন শো
টাইট এন্ড লুজ যত ডিসপ্লে হয় ততই জনপ্রিয়তা বেড়ে যায়। ভালবাসা এখন স্মার্ট ফোনে
এডিক্টেট্, নিঃশব্দে চাটিং করে। ফাস্টফুড, কফিসোপের ঠিকানা খুঁজে। ভালবাসা তাই
ছেঁরা-ফাঁটা জীন্স প্যান্ট পড়ে বে-আব্রু ঘুরে। একের পর এক ব্রেক আপ্ হলেও নেভার
মাইন্ড। ভালবাসা প্রায়ই প্রতিহিংসার শিকার হয়, বহু সংখ্যাতীত অবলার রঙীন স্বপ্ন
ভেংগে হয়ে যায় চূরমার।
এনালক্ ভালবাসা ছিল অনেক কঠিন, রিং বাজলেই এক বান্ধবীকে আরেক বান্ধবীর
বাড়ীতে ডেকে নিতো কথা বলার জন্য। এখন তো খুব ইজি, অন লাইনে কথা বলা,
ভিডিও কলে দেখা-দেখি, এস এম এস দিয়ে জমে উঠে ভালবাসা। কিন্তু যদি কোন
কারণে অফ লাইন থাকে তখন ভালবাসার বুক চিরে শুধু কষ্ট বেড় হয়, সাথে সাথে একটা
টেক্সট পেলেই ভালবাসা রিফ্রেস হয়ে যায়।
আগের দিনে চিঠিই ছিল একমাত্র ভালবাসার মাধ্যম। একটি নতুন রুমালের ভাঁজে লাল
গোলাপের পাঁপড়ী দিয়েও ভালবাসা পাঠানো হতো। আঁতরের সুগন্ধ ভরা রুমালটি হাতে
পেয়ে ভালবাসার অফুরান্ত সুখ এখন বালিশের তলে আজীবনের জন্য ঘুমিয়ে গেছে।
ভালবাসা এখন আঁকাশে উড়ে, ফেইসবুক মেসেঞ্জার, স্কাইপি, টুইটারে টোই-টোই করে।
রঙ-বেঙের অসংখ্য ভালবাসার কথা, স্টেটাস, কমেন্টস মুঠোফোনে দেখতে পাই
অনায়াসে। তারপরও ভালবাসা ভাল নেই।