স্মৃতি মন্থন করে
আল আমিন চৌধুরী স্বপন
মন ফড়িং উড়ে যায় আকাশ নীলে
মেঘের আড়ে মেঘ খিল খিলিয়ে হাসে
নীল আকাশে বৃষ্টি দেখে, মন হারায় মন
মনের খুঁজে, কে যেন ডাকে হিয়ার মাঝে।
আকাশের ঠিকানা আকাশেই জানে
মৃত্তিকার ভালবাসা দেখি সবু্জ বুকে,
পথ দেখি , বৃক্ষ দেখি, অরণ্য দেখি,
পাখীদের গান শুনি, নীড়ে ফিরে পাখী
আমার আর ফেরা হয় না।
সাদ-সকালে কৃষকের পায়ের আওয়াজ শুনি
লাঙল-জোঁয়াল কাঁধে, হালের গরু নিয়া যায় মাঠে,
আমার আমিতে মিশে আছে যে মাটীর টান
সে মাটীর স্বপ্ন ফলনে ঝরে কৃষকের ঘাম,
ভালবাসায় জড়িয়ে থাকি, মন যেখানে যেমন
ছুটে চলে আপন স্মৃতিময় শিঁকড় সন্ধ্যানে।
বর্ষা এলে মাট-ঘাট ডুবে যায় জলে
বৃষ্টি ভেঁজা সারাদিন মান-
মেঘের সাত কণ্যা অঝরে নামে,
ভেঁজা শরীর দেখে, মন রোমাঞ্চে মেতে উঠে,
সব ভুলে যাই, দুই ঠোটের বৃষ্টি জলে
ঢুক গিলি আর ভিঁজে যাওয়া বর্ষায়
রিমঝিম বৃষ্টির গান শুনি। কোথায় গেলে আমার-
সেই হারিয়ে যাওয়া সোঁনালী দিন !
তোমার নিসর্গ মায়ায় সবুজ অরণ্য জুড়ে
নয়নাভিরাম অসংখ্য নদীর ঢেউ কলতানে
আমি নিরন্তর ভাসি, ডুবে যাই আবার সাঁতার কাটি,
উড়ে মন, উড়ে মনফড়িং কবিতার মুক্ত বিহঙ্গে,
দূরে নয় তুমি খুবই কাছে বিস্তৃত দীগন্ত সবুজ মঠে
আমি দেখি সময়ের আয়নাতে তারুণ্যের স্মৃতি-
মন্থন করে।