প্রনয় সাক্ষি
আল আমিন চৌধুরী স্বপন
মেঘের যৌন ধ্বনি শুনি আকাশের শরীরে, টপ টপ ফোটা পরে মেঘের মাসিক হলে। আসলে ঝুম বৃষ্টির স্পর্শ পেয়ে মাটির উর্বরস্বাদ বেড়ে যায়, বৃক্ষরা হেসে উঠে প্রকৃতির সবুজ আদলে।
আবার রোদ পেলেই সৃষ্টির উন্মদনা জেগে উঠে, অবাক তুরুরা ডানা মেলে সবুজ পাতা ছড়ায়, শীত আসলেই শাঁক-সবজী, ফল-মূল, ফুলেরা নতুন জীবন ফিরে পায়। এ যেন প্রকৃতির চির চারিত প্রজনন ক্রিয়া। যৌনতার মধ্যেও সুন্দরের আবির্ভাব হয়। সুন্দরের কাছে অসুন্দরও হেরে যায়।
কবির নীরবতার মাঝে কবিতার উত্তেজনা বেড়ে যায়, ফুঁপিয়ে উঠে চেতনার স্রোত। শব্দের সাথে সঙম করে এক একটি লিরিক জন্ম নেয়। নৈশব্দের অনু কম্পনে মলাটের ভিতর শীল্পের ছোঁয়া আজীবন থেকে যায়।
সচ্ছ জলের ভিতর টল-মল করি, কল্পনার রাজ্যে বাস করে অসংখ্য রঙ-বেরঙের ছবি। শেষ-মেশ কবিতা নামের মেয়েটিকে জরিয়ে ধরি আর শব্দরা হয় আমার প্রনয় সাক্ষি!
১৮/১২/২০২৩