ঐ নতুনের ডাক শুনে
আল আমিন স্বপন
দেখ না চেয়ে নতুনেরা ডাক দিয়েছে......!
অতীত ব্যথা অতীত কথা সব ভুলে
এবার তোরা সারা দে।
নতুন ধারার স্বপ্ন বুকে নবীন-প্রবীন সবাই মিলে -
এগিয়ে চলরে বিদ্যুৎ বেগে ঐ নতুনের ডাক শুনে।
আদম-হাওয়ার শিকড় গাঁথা মানবতার এক পৃথিবী
ছাড়পত্র ছেড়ে এবার সিমা রেখা তুলে নে।
ধ্বংশ এসে ভর করিলে, বংশ যাবে সব ডুবে
জেগে উঠার আওয়াজ শুনি ঐ নতুনের ডাক শুনে।
দেখ না চেয়ে নতুনেরা ডাক দিয়েছে......!