অপেক্ষার অনুভূতিটা
আল আমিন চৌধুরী স্বপন
আর কত অপেক্ষায় থাকব ? সে তো আসে না রে !
আমার তো দিন যায় না, সময় তো কাটে না রে,
সে বলেছিল, সময় মত সে আসবে ! কিন্তু না, আসেই না,
তাঁর ক্ষয় নাই, আমার তো বেলা নাই, অবশেষে কোথায়
গেলে যে তাঁরে পাই !
আমার তো আছে আবার শব্দের সাথে বসবাস, অতঃপর
নিঃশব্দে ডাকি তাঁরে, সে তো শুনেও শুনে না, অনুভবের ডাক
কেউ বুঝেও বুঝে না, একাকিত্ব আর ভাল লাগে না রে।
মন পোড়ে, বুক জ্বলে, স্বপ্নগুলি ঝরে পরে, দীর্ঘশ্বাস ফেলে
অপেক্ষায় বসে আছি, সে আসলেই আমি খুঁশি, না আসলে
হই দুখি, তবুও যদি সে আসে !
মন দিয়েছি মনে, দেখি না আমার মনের মানুষরে,
আর ভাল লাগে না রে, জান গেলেও ছাড়বো না তাকে,
সে আমার অতি নিকটে আবার অনেক দূরে,
প্লিজ একবার এসে দেখা দাও, ছুঁইয়ে দাও আমারে।
আমি প্রতি মুহূর্ত মরি, প্রতি মুহূর্ত বাঁচি, তবুও ছুটে আসি
ছুটে যাই, তাঁরই উষ্ণতার ছোঁয়ায় বুঝি ভালবাসার ওম,
মাঝে মাঝে অপেক্ষার অনুভূতিটা ভালই লাগে