মা ও ছেলে
আল আমিন চৌধুরী স্বপন

মা বললেন রেগে-
ছোটন রে তুই কি করিস !
স্কুল থুইয়া ঘুম পারিস,
তোরে আর কত কইমু
ঘুম থেকে ওঠ স্কুলে যা।

আমার হইছে যত জ্বালা
পোলারে কই স্কুলে যা,
পোলায় কয় পেটে ব্যাথা
রোজ রোজ বায়না ধরে
স্কুলে সে যাবে না।  

এমন পোলা পেটে ধরেছি
পড়া-লেখায় মন বসে ন।

তবুও মা ডেকে বললেন-
উঠো ছোটন উঠো
সকাল বেলার পাখীদের ডাক শুনো,  
ছোট্টরা সব জাগো, আলোর দিকে ছুটো।


ছেলে
মা গো মা, আমি হবো বিরাট কিছু
তুমি দেখে নিও-
বাঁতি ঘরের সাথীরা সব আমার অনেক প্রিয়  
ক্লাশে সবার ডাক-খোঁজে আমি হাজির হই  
প্রতিদিনের ক্লাশের পড়া শুনি বা না-শুনি
স্যারের হাতের বেঁত খেয়ে আমি শিখে নিই।    

যোগ-বিয়োগটা ভাল বুঝি দুষ্টামিতে শেরা আমি  
সবার সাথে ভাব রাখি স্বপ্নটা যে বড় দেখি  
পড়া-লেখা যা-ই করি ফার্ষ্ট সেকেন্ড থার্ড  
আগামীতে ক্লাশ ক্যাপ্টিন আমিই হবো কনফার্মড্‌।