কি করে তুমি মহান হলে!
আল আমিন চৌধুরী স্বপন
ভালবাসা, বন্ধুত্ব গরমিল হতেই পারে,
সময়ের হেরা-ফেরীতে মিটেও যায়,
ইতিহাস মিথ্যা নয়,
আবার ফিরে পায় তার অতীত।
যা কিছু হয়, তা মগজ থেকেই উদয়
হয়, হাত নড়ে, পা চলে, চোখের দৃষ্টি
পরে, যার যেমন চোখ সে তেমনই
দেখে। পশু-পাখির বিবেক নাই আছে
বুঝ শক্তি। কিন্তু মানুষের আছে
বিবেকবোধ, আপোষহীন বিবেক
ক্ষতিগ্রস্ত হলেও অনিয়মটাকে গ্রহন
করে না।
জীবন থেমে নেই, তাই কোন কিছু
থেমেও থাকবে না। চলছে চলুক, অনু
প্রেরণা থেমে যাক, যাক না! স্বার্থপরের
মত নীজের ইচ্ছেটা পূরণ হলেই হলো।
নির্ভেজাল কেউ নয়, সবার মধ্যেই
ভেজাল আছে কম আর বেশী। মন
হলো আবেগের কারখানা। আবেগ যদি
শিল্পপতি হয়, শিল্পায়নে ভাবনার
অনুভূতি ছড়ায়, প্রশ্ন না পড়ে উত্তর
লিখা যায় না। তাই কিছু লিখার আগে
প্রশ্নটা না বুঝে উত্তর লিখো না নাবালক
মন।
লাল হলেই রক্ত না, চলছে রঙের খেলা,
লালের সাথে মিশে আছে রক্তের টান।
রক্তের গ্রুপ বুঝে, বুঝা যায় মানুষের
প্রকৃতি, টক-মিষ্টি-ঝাল নাম শুনলেই
আসে জীবে জল, ঠিক বেঠিক মন ভরে
খাও। হজম শক্তি না থাকলে, খাওয়ার
পর হয় বধ হজম। খামোখা কেন
মিশাও প্রিজার্ভেটিভ, দেখাও অন্ন, খাও
বাসি ভাত।
আগুনেরও পাখা আছে, বাতাস পেয়ে
খালি-খালি উড়ে। মনের আগুনে জ্বলে
জ্বলে সমাজ সংসার হয় ছাড়খার।
এখন মনের আগুনে জ্বলবে নাকি
উদার হবে! ভিতরে মাল থাকলে
বিলিয়ে দাও আর না হয় জেষ্ঠ্য প্রতিভার
অনুশীলন করো।
তুমি সবে মাত্র এলে, কি করে তুমি
নিজে নিজেই মহান হলে!